সভাপতি’র কলমে

“আমরা বেঁধেছি কাশের গুচ্ছ,
আমরা গেঁথেছি শেফালী মালা
নবীন ধানের মঞ্জরী দিয়ে
সাজিয়ে এনেছি ডালা।
এসো গো শারদলক্ষ্মী
তোমার শুভ্রমেঘের রথে,
এসো নির্মল নীল পথে”

সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন যে বিগত দুই বছর ধরে বিশ্বজোড়া স্তম্ভিত ক’রা করোনা মহামারীর আবহে আমরা পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতির দুর্গাপূজার আয়োজন সমস্ত রকমের কোভিড-বিধি মেনে একটি দূরবর্ত্তী ফার্ম-হাউসে অনাড়ম্বরভাবে সম্পন্ন ক’রতে বাধ্য হ’য়েছিলাম। কিন্তু এই বৎসরে প’রিস্থিতি অনেকটা অনুকূল হওয়াতে আমরা মায়ের আরাধনা আমাদের পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতির চিরাচরিত স্থানেই করতে পেরেছি যথোচিত উৎসবের পরিমণ্ডলে এবং কৃতজ্ঞতার সাথে জানাই সেটা সম্ভব হয়েছে অবশ্যই আপনাদের বহুমূল্য সহযোগীতায়।

মা দুর্গার এই আগমনকালে সম্বৎসরের অপেক্ষান্তে সকল মানুষের নির্বিশেষ মিলনের মহান উৎসবের ক্ষেত্র আজ প্রস্তুত যার অনন্য আনন্দধারা অন্য আর কোনো উৎসবে পরিলক্ষিত হ’য় না। দুর্গাপূজা সর্ব্বজনীন – আমাদের দেশের বৈচিত্র‍্যের মধ্যে ঐক্যের বৈশিষ্ট্যের এক অনুপম নিদর্শন। নানাবিধ সমস্যায় জর্জরিত পৃথিবী’র এই সন্ধিক্ষণে মাতৃরূপা মহাশক্তির কাছে প্রার্থনা ক’রি মহামারীর প্রকোপ কাটিয়ে প্রকৃতি আরও নির্মল হোক, অবসান হোক যতরকম দ্বন্দ-বিবাদ, হানাহানি – ঋদ্ধ হোক আমাদের বিবেকবোধ, জাগ্রত হোক সকল শুভবুদ্ধির।

আজ আপনাদের সকলের আন্তরিক প্র‍য়াস ও সর্বাঙ্গীন সহযোগিতায় আমাদের সবার প্রিয় পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতি এই পূজাআয়োজনের ৩৪ তম বছরে পদার্পণ ক’রলো। আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতির পরিচালনায় শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে আগামী ১লা অক্টোবর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত এবং শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে ২৪শে অক্টোবর মায়ের পূজার আয়োজন ক’রা হয়েছে।

এই সম্মিলিত শারদীয় আনন্দোৎসবে সমিতি’র পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং সেই সাথে সকল সুধীজনকে জানাই আন্তরিক ধন্যবাদ যাঁদের সর্বাঙ্গীন সহযোগিতা সমিতি’র এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত ক’রে তুলেছে।

পরিশেষে পরিচালনা সমিতির সকল সদস্যের তরফ থেকে আপনাদের জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদান্তে,

অরবিন্দ রায়