Location,TX 75035,USA
+1234567890
info@yourmail.com

সভাপতির কলমে

“যা দেবী সর্ব ভূতেষু শক্তিরূপেন সংস্থিতা,

যা দেবী  সর্বভূতেষু ভক্তিরূপেন সংস্থিতা,

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা ,

যা দেবী সর্বভূতেষু  শান্তি রূপেন সংস্থিতা”

ওই শুনি যেন চরণ  ধ্বনি রে – হ্মণে হ্মণে শঙ্খ উঠে বাজি – আমাদের  গহন অন্তরে আজ অনুভূত হচ্ছে মা আনন্দময়ীর আগমনবার্ত্তা – প্রকৃতিও আজ তার মেঘপুঞ্জের মেলা ও শিশিরভেজা শারদীয় সকালের অপুর্ব রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত ৷ শারদোত্সবের  আমেজ হ্মণিকের জন্য হলেও আমাদের এই প্রাত্যহিক দুর্বার বেগে ছুটে চলা একঘেয়েমীর গন্ডীবদ্ধ জীবন থেকে মুক্ত করে কোথাও যেন এক নৈসর্গিক আনন্দানুভুতির জগতে নিয়ে যায় ৷ আমরা এই উত্সবের  মাধুর্য্যে সেই অনুপম হ্মণকে সাদর আহ্বানে বরণ করি৷ সমস্ত দুঃখের অবসানে আনন্দের এই আবাহনই আমাদের জীবনে গতিময়তা দেয় – অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটায়৷ এই উত্সবের সামাজিক মূল্য অপরিসীম – মানুষের অন্তরকে সামগ্রীক সম্প্রীতির   বন্ধনে একত্রিত করাই এই মহিমান্বিত উত্সব  পালনের মূল উদ্দেশ্য৷

অত্যন্ত বিনম্রতার সঙ্গে আপনাদের কাছে নিবেদন করতে চাই যে  আপনাদের সকলের নিরবিচ্ছিন্ন প্রচষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতায়  পূর্ব্বপল্লী দুর্গাবাড়ী সমিতি এই বছরে মাতৃ-আরাধনার ৩০তম বছরে পদার্পণ করলো এবং এই সার্থকতার মূল কাণ্ডারীর ভূমিকায় রয়েছে পূর্ব্বপল্লীর সকল সদস্যবৃন্দের  আন্তরিকতা, একনিষ্ঠতা ও সর্বাঙ্গীন সহমর্ম্মিতা – আপনাদের এই অনন্য একাত্মতাবোধই আমাদের আগামী দিনের চালিকাশক্তি৷

    আপনাদের অবগতির  জন্য জানাই যে পূর্ব্বপল্লী দুর্গাবাড়ী সমিতির পরিচালনায়  শ্রী শ্রী দুর্গাপূজা উপলহ্মে আগামী ১৫ই অক্টোবর থেকে  ১৯শে অক্টোবর ২০১৮ এবং শ্রী শ্রী শ্যামাপূজা উপলহ্মে আগামী ৬ই নভেম্বর, ২০১৮ মায়ের পূজা এবং বিভিন্ন সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হয়েছে৷  এই আনন্দানুষ্ঠানে সকল সূধীজনকে আমার আন্তরিক সাদর আমন্ত্রণ এবং সমিতির পহ্ম থেকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে – যাঁরা প্রত্যহ্ম ও পরোহ্মভাবে সহযোগিতা করেছেন এই উত্সবের  আয়োজনকে সার্থক করে তুলতে৷

    পরিশেষে, পূর্ব্বপল্লী পরিচালন সমিতি’র সকল সদস্যের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক  প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন ৷  

           ধন্যবাদ সহ,

            বিনীত – অরবিন্দ রায়